October 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

sufal bangla : কৃষক বাজারে সুফল বাংলা হাবের সূচনা

শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : শালবাড়ি কৃষক বাজারে সুফল বাংলা হাব ও পাশাপাশি ২৫ টি চলমান সবজি বিক্রয় গাড়ির ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
শালবাড়ি কৃষক বাজার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস , মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার । জেলা শাসক এস পুন্নাম বলাম , শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ একাধিক বিশিষ্ট ।


এখন থেকে শহরের আশপাশের কৃষকরা তাদের চাষ করা সবজি ফলমূল সহ বিভিন্ন সামগ্রী নিয়ে সরাসরি চলে আসতে পারবে শালবাড়ি কৃষক বাজার সুফল বাংলা হাবে | এখান থেকে তারা তাদের চাষ করা ফলমূল শাকসবজি ইত্যাদি নিয়ে চলমান গাড়ি করে সরাসরি পৌঁছে যেতে পারবে সাধারণ মানুষের দরজায় । এতদিন পর্যন্ত কৃষকরা সবজি বিক্রি করতেন এবং সেই সবজি বিভিন্নভাবে হাত বদল হয়ে তারপর পৌঁছে যেত সাধারণ মানুষের কাছে । এক্ষেত্রে সাধারণ মানুষকে যেমন বেশি দামে ক্রয় করতে হত সবজি , ঠিক তেমনি স্বল্প লাভেই সবজি বিক্রি করতে বাধ্য থাকত কৃষকরা ।

তাই কৃষক ও সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের পাশাপাশি শালবাড়ি কৃষক বাজারেও আজ থেকে চালু হল সুফল বাংলা হাব ও পাশাপাশি শহর শিলিগুড়ির জন্য মোট ২৫ টি চলমান সবজি বিক্রয় গাড়ি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *