March 19, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা দার্জিলিং

SILIGURI : সবলা মেলা শুরু হল আজ থেকে

শিলিগুড়ি , ৩০ জানুয়ারী : শিলিগুড়ির শিব মন্দিরের আঠারোখাই মাঠে শুরু হল দার্জিলিং জেলা সবলা মেলার। সোমবার দুপুরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ । এদিন তিনি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা , মহকুমা পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিক প্রেম কুমার বরদেওয়া , শিলিগুড়ি মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং , মাটিগাড়ার BDO শ্রীবাস বিশ্বাস সহ অন্যান্যরা ।

পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের ব্যবস্থাপনায় এই সবলা মেলার আয়োজন করা হয়েছে । এ বছর এই মেলার ১৪ তম বর্ষ। দার্জিলিং জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের উদ্যোগীদের মধ্যে বাছাই করা ২৩ জন শিল্পীর স্টল রয়েছে এই মেলাতে । আগামী ৫ ফেব্রুয়ারী পর্যন্ত মেলা চলবে।

সভাধিপতি অরুণ ঘোষ বলেন , এই জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি সামগ্রীর প্রচার ও প্রসার ঘটাতে ও তাদের সামগ্রী বিপণনের মধ্য দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মেলার আয়োজন করা হয়েছে । বিভিন্ন জায়গায় এই মেলা আয়োজন করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *