December 7, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : পাচারের আগে পাঁচটি গরু উদ্ধার

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : শিলিগুড়ি মহকুমার ভারত নেপাল সীমান্ত দিয়ে ভারতে পাচারের আগে পাঁচটি গরু উদ্ধার করল এসএসবি জওয়ানরা । এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি কাউকে ।

ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি র ছাপুজত এলাকায় । শনিবার ভোররাতে এসএসবির ৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সীমান্তে দহলদারি চালানোর সময় নেপাল থেকে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যেতে দেখলে তল্লাশি করতেই জানতে পারে ।

এসএসবি জওয়ানদের দেখতে পেয়েই গরু ছেড়ে নেপাল পালিয়ে যায় দুই পাচারকারী । পরে পাঁচটি গরু উদ্ধার করে দার্জিলিং জেলার নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *