November 5, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Sex Worker : মহিলা সমাজসেবীর প্রচারে নারাজ যৌনকর্মীরা

শিলিগুড়ি , ১১ জানুয়ারী : যৌনকর্মীদের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া ও তাদের হাতে কলমে কাজ শিখিয়ে নিজের পায়ে দাঁড় করানোর দাবি এক মহিলা সমাজসেবীর | সেই সমাজসেবীর সোস্যাল মিডিয়ার দ্বারা প্রচারিত খবরের বিরুদ্ধে সরব হল খালপাড়ার দূর্বার মহিলা সমন্বয় কমিটি ।


খালপাড়ার যৌনকর্মীরা এক হয়ে সোস্যাল মিডিয়ায় একটি খবর পরিবেশিত হবার ঘটনার বিরোধিতা করে দূর্বার মহিলা সমন্বয় কমিটির অফিস ঘরে এক সাংবাদিক বৈঠক করে । সোস্যাল মিডিয়াতে কোন এক মহিলা সমাজসেবী দাবি করেন যে যৌনকর্মীদের মূল শ্রোতে ফেরাবার জন‍্য লড়াই করছেন ।

মহিলার এই দাবির বিরোধিতা করে খালপাড়ার সকল যৌনকর্মীরা একযোগে অভিযোগ জানান । দূর্বার মহিলা কমিটির সভাপতি মায়া দাস জানান ওই মহিলা নিজের স্বার্থে নিজের প্রচার করতে এই ধরনের খবর প্রকাশ করেছেন । তাদের সংগঠন ও লাভ এন্ড হোপ ১৯৯৯ সাল থেকে যৌনকর্মীদের স্বার্থে কাজ করে চলেছে ।


অন্যদিকে এক যৌনকর্মী জানান , যে এত বছর ধরে তিনি নিজের ইচ্ছায় এই দেহ ব‍্যবসার যুক্ত । তাদের সুবিধা অসুবিধায় সব সময় দূর্বার ও লাভ এন্ড হোপ কে পাশে পায় তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *