December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : স্বস্তি রেল কর্মীদের , খাঁচাবন্দি চিতবাঘ

শিলিগুড়ি , ৩০ জানুয়ারী : শিলিগুড়ি জংশনের ডিএমইউ শেডের কাছে অবশেষে খাঁচাবন্দি হল চিতা বাঘ । সোমবার সকালেই চিতাবাঘ খাঁচা বন্দি হতেই এলাকায় উৎসাহী মানুষের ভিড় জমে যায় বাঘ দেখতে । চলতি মাসের ১৯ তারিখে স্থানীয় রেল কর্মীরাই DMU শেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়।

এরপর সেই ছবি ভাইরাল হতে থাকে । বনদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেদিনই বাঘের খোঁজে তল্লাশি চালালে ও দেখা মেলেনি চিতাবাঘের । পরে বনদপ্তরের শারুগাড়া রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘ ধরতে ওই এলাকায় খাঁচা পেতেছিল ।

শেষমেষ খাঁচাবন্দি হয় চিতাবাঘ । সোমবার সকালে বনদপ্তরের টিম পৌঁছে খাঁচাবন্দি চিতা বাঘটিকে শারুগাড়া নিয়ে যায় । সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হবে | এরপর বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হবে চিতাবাঘটিকে । তবে এদিন চিতাবাঘ খাঁচাবন্দি হতেই স্বস্তি ফিরেছে রেল কর্মীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *