December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

North Bengal : উত্তরবঙ্গে ন্যাচেরোপ্যাথির প্রসারে

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : উত্তরবঙ্গে ন্যাচেরোপ্যাথির প্রসারে ও উত্তরবঙ্গ কমিটির ঘোষণার স্বার্থে শিলিগুড়িতে এলেন ইন্টারন্যাশনাল ন্যাচেরোপ্যাথি অর্গানাইজেশনের পশ্চিমবঙ্গের কনভেনর শ্যামলী চক্রবর্তী ।

মঙ্গলবার উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় তাকে । এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ন্যাচেরোপ্যাথির উন্নয়নের বেশ কিছু বিষয় তুলে ধরেন দিল্লি থেকে আগত শ্যামলী চক্রবর্তী । এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃ শিব হাজরা , ডাঃ রাজীব বর্মন ।

ন্যাচেরোপ্যাথি অর্গানাইজেশনের উত্তরবঙ্গ কমিটি ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কমিটি ঘোষণা করা হবে । যাতে উত্তরবঙ্গে ন্যাচেরোপ্যাথির আরও প্রসারিত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *