December 21, 2024
Sevoke Road, Siliguri
Uncategorized

NJP Police : চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

শিলিগুড়ি , ১ ফেব্রুয়ারী : ফুলবাড়ির পশ্চিম ধনতলায় চুরির ঘটনায় গ্রেপ্তার আরও এক ।
গত ১৭ জানুয়ারী শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার এক বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা।


ঘটনার তদন্তে নেমে গত ২৮ জানুয়ারী অজয় মণ্ডল নামে এক জনকে গ্রেফতার করেছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতকে রিমান্ডে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম পায় পুলিশ ।


সেই সূত্র ধরে মঙ্গলবার রাতে সনাতন অধিকারী নামে অন্য অভিযুক্তকে গ্রেপ্তর করল পুলিশ । তিনিও ফুলবাড়ীর পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *