December 21, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Missing : বাড়ি থেকে নিখোঁজ কিশোর

শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : নিজের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক কিশোর | নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর সরকার (১৩ ) । বাড়ি শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২ নং অঞ্চলের অন্তর্গত ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশেই ।

বিগত ২০ তারিখ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি সে | দোকান থেকে ১৬ হাজার টাকাও নিয়ে গেছে শুভঙ্কর বলে জানা গেছে পরিবার সূত্রে । সব জায়গায় খোঁজ নিয়ে সন্ধান না মেলায় অবশেষে ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শুভঙ্করের মা কাজলী সরকার ।

মা কাজলী দেবীর আবেদন , শুভঙ্করকে কেউ দেখে থাকলে স্থানীয় থানায় বা আশিঘর পুলিশ ফাঁড়িতে খবর দিক | কিশোরের সন্ধান পেলে যোগাযোগের নম্বর 6207895662 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *