December 8, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder Case : স্ত্রীকে কুপিয়ে হত্যা করার দায়ে যাবজ্জীবন স্বামীর

জলপাইগুড়ি , ২২ ডিসেম্বর : স্ত্রীকে কুপিয়ে হত্যা করার দায়ে যাবজ্জীবন সাজা হল স্বামীর । স্বামীর নাম গোবিন্দ দাস । বাড়ি ধূপগুড়ির ভাওয়াল পাড়া এলাকায় । বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালত এই সাজা ঘোষণা করে ।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ১৭ মে । জানা গিয়েছে , বিয়ের পর থেকেই স্ত্রী রিতা দাসের ওপর শারীরিক নির্যাতন চালাত গোবিন্দ । ২০০৮ সালের ঘটনার দিন গভীর রাতে সন্তানদের সামনে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে গোবিন্দ । ঘটনার পর ধূপগুড়ি থানায় গোবিন্দের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন রিতার বাবা বিমল চন্দ্র দাস ।

ঘটনার পরদিন গোবিন্দকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ । গত ১৪ বছর ধরে বিচারাধীন বন্দি হিসেবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে গোবিন্দ । দুই সন্তান সহ এই মামলায় মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ হয় । এদিন বিচারক গোবিন্দর যাবজ্জীবন সাজা ঘোষণা করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *