December 9, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ ঘটনা

Khoribari Police : পানিট্যাঙ্কি থেকে চার বাংলাদেশী সহ দুই ভারতীয় গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে পানিট্যাঙ্কি থেকে চার বাংলাদেশী সহ দুই ভারতীয়কে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ । সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা | বুধবার তাদের প্রথমে আটক করা হয় ।

বুধবার ওই চার বাংলাদেশি নাগরিক অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশ করে বলে অভিযোগ । তাদের কাছ থেকে বাংলাদেশের জাতীয় শংসাপত্র এবং জাল ভারতীয় আধার কার্ড উদ্ধার করেছে এসএসবি । ধৃতদের কাছে ছিল না পাসপোর্ট ও ভিসা । তাদের ভারতে প্রবেশে সাহায্য করার জন্য দুই ভারতীয়কে আটক করেছে এসএসবি ।

গতকাল রাতেই এসএসবি ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় । ধৃত বাংলাদেশীদের নাম মহম্মদ সোহাগ মিয়াঁ , কামরুল হুসেন , মহম্মদ মনির হুসেন এবং সাইফুল ইসলাম । ধৃত দুই ভারতীয়ের নাম মহম্মদ হোসেন এবং মহম্মদ সিপন সরকার । এদের মধ্যে মহম্মদ হোসেন জলপাইগুড়ির এবং মহম্মদ সিপন সরকার কোচবিহারের বাসিন্দা বলে জানা গেছে । বৃহস্পতিবার ধৃতদের খড়িবাড়ির পুলিশ শিলিগুড়ি আদালতে তোলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *