December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bengal Safari : বেঙ্গল সাফারির কাছে এবার গেস্ট হাউস !

শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : বেঙ্গল সাফারির কাছে এবার গেস্ট হাউস | থাকতে পারবেন পর্যটকরা l

এবার বেঙ্গল সাফারির পাশে হতে চলেছে একটি গেস্ট হাউস l এই গেস্ট হাউসে থেকে পাহাড় ঘুরতে পারবে পর্যটকরা l বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই ঘোষণায় স্বভাবত খুশি উত্তরবঙ্গের মানুষ | একদিকে বেঙ্গল সাফারিকে ঘিরে নতুন করে পর্যটন ক্ষেত্র গড়ে উঠবে বলে আশা প্রকাশ করা হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *