December 30, 2024
Sevoke Road, Siliguri
দার্জিলিং রাজনীতি

Vote : অনীতের থাপাদের দখলে দার্জিলিং পুরসভা

শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : দার্জিলিং পুরসভা হাতছাড়া হামরো পার্টির । বুধবার আঁটসাঁট নিরাপত্তার মধ্যে হওয়া আস্থা ভোটে দার্জিলিং পুরসভার দখল নিল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) । পুরসভার ৩২ টি আসনের মধ্যে ভোটাভুটির পর অনীত থাপার বিজিপিএমের দখলে মোট ১৬টি আসন ।
দার্জিলিং পুরসভায় মোট ৩২টি আসন । যেখানে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি পেয়েছিল ১৮ টি আসন । বিজিপিএমের ছিল ৯টি , বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩টি ও তৃণমূলের ২টি আসন ছিল । অনিত থাপার দল বিজিপিএম থেকে এক কাউন্সিলর ইস্তফা দেন । আবার হামরো পার্টি থেকে ৬ কাউন্সিলর যোগ দেন বিজিপিএমে । আবার তৃণমূলের তরফেও সমর্থন জানানো হয় বিজিপিএমকে । এই সমীকরণের উপর ভর করেই মোট ১৬টি আসন নিয়ে বোর্ড গঠন করল বিজিপিএম ।

আস্থা ভোটের আগের দিনই , মঙ্গলবার তাৎপর্যপূর্ণভাবে একই মঞ্চে দেখা গিয়েছিল বিমল গুরুং , বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডকে । এডওয়ার্ড দাবি করেছিলেন অনৈতিক ভাবে পুরবোর্ড দখলের চেষ্টায় অনীত থাপারা । যার জন্য বিমল গুরুংয়ের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনাও করা হচ্ছে । পাশাপাশি দল নিরপেক্ষ না থাকলে তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন বিনয় তামাং। সেই ইঙ্গিত মোতাবেক আজ তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিনয় তামাং |

এদিনের আস্থা ভোট ঘিরে দার্জিলিংয়ে অশান্তির আশঙ্কা ছিল । সকাল থেকেই থমথমে ছিল পরিস্থিতি । অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় শহরকে । দার্জিলিং জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা । রাখা হয়েছিল কমব্যাট ফোর্স |

দার্জিলিং পুরসভায় মোট ৩২ টি আসন । যেখানে অজয় এডওয়ার্ডের হামরো পার্টি পেয়েছিল ১৮ টি আসন ।
বিজিপিএমের ছিল ৯টি , বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার ৩টি ও তৃণমূলের ২টি আসন ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *