December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Raod Accident : ব্রিজের নিচে ১৬ চাকার ট্রাক , গুরুতর জখম চালক

শিলিগুড়ি , ২৯ জানুয়ারী : নকশালবাড়ি থেকে শিলিগুড়িগামী এশিয়ান হাইওয়ে টু এর উপর চাঙ্গা নদীর ব্রিজের ২০ মিটার রেলিং ভেঙে ১৬ চাকা লরি নদীতে পড়ে গেল | এর জেরে গুরুতর আহত হয়েছেন চালক এবং সহকারী চালক | ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে |

ত্রিপুরা থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে নকশালবাড়ির অটল চা বাগান এলাকায় | চেঙ্গা নদীর ব্রিজের উপর । রাতের বেলা ওভারটেক করার সময় ১৬ চাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারে যার ফলে ২০ মিটার রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ট্রাকটি ।

স্থানীয়রা এসে চালক এবং সহকারী চালককে উদ্ধার করে প্রাথমিকভাবে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় | সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় তাদের | চালক বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । অপরদিকে সহকারী চালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই বাগডোগরা থানার পুলিশ ও নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছায় উদ্ধার কাজ শুরু করে । এশিয়ান হাইওয়ে টুর কর্তৃপক্ষ দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গা ব্রিজের রেলিং আপাতত ঘিরে রেখেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *