October 30, 2024
Sevoke Road, Siliguri
খেলা

Sports : ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে রাঙাপানির ছেলে মেয়েরা

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর বাংলাদেশের ঢাকা বিকেএসপিতে । এই টুর্নামেন্টে ভারতের হয়ে খেলতে যাচ্ছে রাঙাপানি বণিক জোত ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার ৯ জন ছাত্র-ছাত্রী । তারই আগাম প্রশিক্ষণ চলছে ।

যে প্রতিযোগীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তারা হলেন নেহাশ্রীরি সিংহ , হেনা রায় , বাসন্তী বর্মন ,অসুস দে , শৌণক রায়, দেবজিৎ পাল, দেবজিৎ রায়, সপ্তর্ষি বর্মন, অজয় রায় । একই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্টে যে দেশ গুলি অংশগ্রহণ করবে সেগুলি হল , ভারত , বাংলাদেশ,নেপাল, ভুটান , শ্রীলংকা, মালদ্বীপ, মালয়েশিয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *