December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Politics : ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন অধীর রঞ্জন চৌধুরী

শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : সাগর থেকে পাহাড় । ভারত জোড়ো যাত্রার ২৬ তম দিনে দাগাপুর থেকে পদযাত্রার সূচনা হয় । পদযাত্রার প্রথম সারিতে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী , প্রদীপ ভট্টাচার্য , শংকর মালাকার সহ অন্যান্যরা । প্রায় হাজার কয়েক কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা পৌঁছায় সুকনায় । সেখান থেকে বাসে চেপে সকলেই রওনা হন কার্শিয়াং এর উদ্দেশ্যে। ভারত জোড়ো যাত্রার সাগর থেকে পাহাড় কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে সেখানে জনসভায় যোগ দেন অধীর রঞ্জন চৌধুরী ।

এদিনের পদযাত্রা শুরুর সময় থেকেই সুকনা রুটে যান চলাচল থমকে যায় । যার দরুন বিপাকে পড়তে হয় আমজনতাদের । এদিকে ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান , প্রচুর জনসমর্থন মিলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *