December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শ্বাসনালিতে প্রায় ১৫ দিন আটকে জোঁক , সফল অস্ত্রপচার

শিলিগুড়ি , ২২ ডিসেম্বর : শ্বাসনালিতে প্রায় ১৫ দিন থেকে আটকে ছিল জ্যান্ত একটি জোঁক । বিরল অস্ত্রপচার করে এক রোগীর প্রাণ বাঁচালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ENT বিভাগের চিকিৎসকরা । বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান ENT বিভাগের চিকিৎসক রাধেস্বাম মাহাতো।

তিনি বলেন , গতকাল মেডিক্যাল কলেজে মিরিকের বাসিন্দা ৪৯ বছর বয়সী সাজিন রাই অসুস্থ অবস্থায় ভর্তি হন । তারপর পরীক্ষা করে দেখা যায় তার শ্বাসনালীতে একটি জোঁক আটকে আছে । ১৫ দিন আগে ঝর্ণার জল খেয়েছিলেন রোগী । সম্ভবত সেই সময় তার শ্বাসনালিতে ওই জোঁকটি ঢুকে পড়ে বলে চিকিৎসকদের অনুমান । ১৫ দিন ধরে সেখানেই জীবিত ছিল জোঁকটি । তাতেই হতবাক চিকিৎসকরা। তারপরই ডাঃ রাধেস্বাম মাহাতোর নেতৃত্বে তার টিম অস্ত্রপচার করে রোগীকে সুস্থ করে তোলে । এর আগে এ ধরণের অস্ত্রপচার কখন হয়নি বলে জানান চিকিৎসক। বর্তমানে রোগী সম্পুর্ন সুস্থ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *