December 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা দার্জিলিং

Darjeeling : দার্জিলিং এর চৌরাস্তায় আজ থেকে শুরু হল ‘পর্যটন উৎসব’

শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : দার্জিলিং এর চৌরাস্তায় ‘পর্যটন উৎসব’ শুরু হল আজ থেকে । আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর টানা ৪ দিন চলবে এই উৎসব | জিটিএ সহ রাজ্য পর্যটন দপ্তর ও তথ্য সংস্কৃতি দপ্তর এই উৎসবের আয়োজন করছে । দার্জিলিংকে পর্যটন মানচিত্রে শীর্ষে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।


ফি বছর বড়দিনের ছুটিতে পর্যটকরা পাহাড়ে ঘুরতে আসেন । এখানে ক্রিসমাস ডে পালনের পাশাপাশি নতুন বছরকেও স্বাগত জানান তারা । এবার পর্যটকদের জন্য একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে ৪ দিন ধরে চলবে এই পর্যটন উৎসব। এই উৎসবে স্থানীয় শিল্পীদের ব্যন্ডের গান থাকছে ।

এছাড়া রয়েছে ডগ শো , বেবি শো সহ আরও নানান অনুষ্ঠান। বিকেল থেকেই শুরু হবে সাংস্কৃতিক জলসা । কড়া শীতেও পাহাড় গরম হতে চলেছে ওই চারদিন । ওই সময় উপস্থিত পর্যটকরাও দারুণ আনন্দে কাটাতে পারবেন । ঠান্ডা যতই পড়ুক পর্যটন উৎসব সকলের মন জয় করে নেবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *