December 30, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Temple : হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত জংলি বাবার মন্দির

শিলিগুড়ি , ১০ জানুয়ারী : হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার ব্যাঙডুবি বনাঞ্চল এলাকায় জংলি বাবার মন্দির । অল্পের জন্য রক্ষা পেলেন মন্দিরে থাকা পূজারীরা ।

সোমবার গভীর রাতে একটি হাতির দল মন্দিরে প্রসাদের জন্য চাল , ডাল সহ খাদ্য সামগ্রী মজুত রাখা ঘরে হামলা চালায় । টের পেয়েই মন্দির থেকে পালিয়ে যান পূজারীরা । তবে পালিয়ে যাওয়ার সময় চোট পেয়ে সামান্য আহত হয়েছেন তারা । আজ পর্যন্ত কোনদিন এই মন্দিরের ক্ষতি করেনি হাতির দল । তবে এবারে খাদ্যসামগ্রী সাবার করার পাশাপাশি মন্দিরের গ্রিল, কাচ, টিভি ভেঙে দিয়েছে হাতির দল ।


মন্দিরের প্রধান পুরোহিত মহেন্দ্র মালিক বলেন , মূল মন্দিরের বিগ্রহ অক্ষত রয়েছে । এর আগে হাতি আসলেও কোনোদিন ক্ষতি করেনি। এবারে মন্দিরের বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্থ হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *