SILIGURI : শহরকে মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে । উত্তর – পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । রয়েছে ইন্দো বাংলাদেশ , ইন্দো নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত । শিলিগুড়ি সংলগ্ন রয়েছে ইন্দো – ভুটান সীমান্তও । এছাড়াও বাংলা বিহার , বাংলা সিকিম , বাংলা অসম আন্তঃরাজ্য সীমান্ত । বরাবরই […]