Siliguri : পাখি সুমারী হল ফুলবাড়িতে
শিলিগুড়ি , ৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ির ফুলবাড়ি ব্যারেজে বন দপ্তরের পক্ষ থেকে পাখি সুমারী করা হল । শনিবার , সকাল থেকে পরিবেশপ্রেমী সংগঠনের সহযোগিতায় এই সুমারী করে বনদপ্তর। প্রতিবছর এই ব্যারেজে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিযায়ী পাখি আসে। তাদের বর্তমান সংখ্যা গণনা করতে এই সুমারী করা হচ্ছে । পাখিদের সংরক্ষণে এই কাজ বলে জানায় পরিবেশপ্রেমী […]