December 21, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা জীবনধারা

SILIGURI : ক্যান্সার আক্রান্ত রোগীকে ফেলে গেল স্ত্রী ও ছেলে

শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : আবারও শহর অমানবিক চিত্রের সাক্ষী থাকল | ক‍্যান্সারে আক্রান্ত বছর ৬৮ এর স্বপনেশ ভৌমিক কে রেখে স্ত্রী ও ছেলে চলে গেলেন । স্থানীয় কাউন্সিলর সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন |

স্ত্রী এবং ছেলে তার কোন দায়িত্ব নেবে না বলে অস্বীকার করেছে | ভারতীয় ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী স্বপনেশ ভৌমিক । বছর খানেক আগে থেকে ক‍্যান্সারের মত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি | স্ত্রী চিত্র ভৌমিক ও এক পুত্র সৌকত ভৌমিক হঠাৎ তাকে ছেড়ে চলে যায় । অসহায় স্বপনেশ বাবুর ভাই কাউন্সিলর কে বিষয়টি জানান এবং কাউন্সিলর তার ছেলেকে ফোন করে | তাদের পক্ষ থেকে একটাই জবাব তারা বাবার দায়িত্ব নেবেন না | পেনসনের টাকা দিয়ে যা করার করুক বাবা তাই সাফ জানিয়েছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *