December 21, 2024
Sevoke Road, Siliguri
জীবনধারা

মানসিক রোগ সম্পর্কে সচেতনতা শিবির

শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : মানসিক রোগীদের রোগ সম্পর্কে সচেতন করতে দু’দিনব্যাপী সচেতনতামূলক শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।

সোমবার , শিলিগুড়ি মহকুমা পরিষদের হল ঘরে এই শিবির শুরু হয় । জানা গিয়েছে , শিলিগুড়ি পুরনিগমের ৪৭ টি ওয়ার্ড , মাটিগাড়া ও ফাঁসিদেওয়া এলাকা থেকে বাছাই করা কয়েকজন যুবক যুবতীদের নিয়ে এই শিবির আয়োজিত হয়। এর মধ্য দিয়ে তাদের মানসিক রোগ সম্পর্কে সচেতন করা হবে ও রোগ নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি । তিনি বলেন, ইতিমধ্যেই তাদের সংগঠনের পক্ষ থেকে ৯৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *