শিলিগুড়ি ,১৪ জানুয়ারী : শিলিগুড়ি মহকুমাপরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবারে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য । মৃতার নাম রবিতা সিংহ(২৩)। গতকাল ওই গৃহবধূর স্বামী কাজে গিয়েছিলেন। এরপর রাতে বাড়ি ফিরে এসে স্বামী দেখেন যে ঘরের দরজা বন্ধ রয়েছে । দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান ঝুলন্ত দেন। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। বিধাননগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে । ম্যাজিসেট্রট আসার পর শনিবার দেহ ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
ঘটনা
Death : গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
- by Soumi Chakraborty
- January 14, 2023
- 0 Comments
- Less than a minute
- 261 Views
- 2 years ago