December 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tourist : পাতলা খাওয়ার রসমতী জঙ্গলে তৈরি হচ্ছে গন্ডারের দ্বিতীয় আবাসস্থল

 কোচবিহার , ২৮ ডিসেম্বর : পাতলা খাওয়ার রসমতী জঙ্গলে তৈরি হচ্ছে গন্ডারের দ্বিতীয় আবাসস্থল । প্রথম ধাপে ২টি গন্ডার নিয়ে আসা হচ্ছে রসমতি জঙ্গলে । আজ রসমতী জঙ্গল পরিদর্শন  এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

বিগত দিনে বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের আমলে প্রথম এই উদ্যোগ গ্রহণ করা হয় । কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সেই প্রকল্প মাঝ পথেই বন্ধ হয়ে যায় । অবশেষে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনুমোদন পেয়েছে বনদপ্তর । খুব শীঘ্রই জলদাপাড়া এবং গরুমারা থেকে আট টি গন্ডার এনে ছাড়া হবে রসমতির জঙ্গলে।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন , প্রথম ধাপে ২টি গন্ডার ছাড়া হবে | পরবর্তীতে ধাপে ধাপে আরও গন্ডার ছাড়া হবে ।  জলদাপাড়া গরুমারার মত এই রসমতী জঙ্গলকে কেন্দ্র করে একটি সুন্দর টুরিস্ট সেন্টার তৈরি করা হবে । তৈরি করা হবে টুরিস্ট বাংলোও । পর্যটন দপ্তর এবং বনদপ্তর এর পক্ষ থেকে এই টুরিস্ট বাংলো তৈরি করা হবে । তিনি আরও বলেন গন্ডারের পাশাপাশি হরিন , চিতা বাঘ এবং বাঘ ছাড়া হবে এই জঙ্গলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *