Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ North Bengal : উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস
উত্তরবঙ্গ ঘটনা

North Bengal : উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শিলিগুড়ি , ২ ফেব্রুয়ারী : শিলিগুড়ি পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস । তিনদিনের ঝটিকা সফরে বৃহস্পতিবার শিলিগুড়ি পৌঁছান তিনি । কলকাতা থেকে গতকাল সন্ধ্যায় রওনা হয়ে এদিন সকালে এনজেপি স্টেশনে পৌঁছন । পরে সেখান থেকে সড়কপথে পৌঁছে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে । তিনদিনের এই সফরের প্রথম দিনই ফুলবাড়িতে ইমিগ্রেশন চেক পোস্ট পরিদর্শন রয়েছে রাজ্যপালের । সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার । পাশাপাশি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ও যাওয়ার কথা রয়েছে তার। রয়েছে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা । প্রশাসনিক সূত্রে খবর , ৪ তারিখ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশনে যোগ দেওয়ার পর সেদিন বিকেলেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যপাল।

শিলিগুড়ির ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছলে তাকে আজ গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানান BSF জাওয়ানরা । তারপর BSF এর কার্যালয় তিনি ঘুরে দেখেন । BSF এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি । পরবর্তীতে সীমান্ত এলাকাও পরিদর্শন করেন তিনি । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন , বর্ডার এলাকায় BSF জওয়ানরা কিভাবে কাজ করছে তাদের কোনো সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতেই এই পরিদর্শন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version