Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ SILIGURI : শহরকে মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
উত্তরবঙ্গ ঘটনা

SILIGURI : শহরকে মুড়ে ফেলা হল নিরাপত্তার চাদরে

শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : বর্ষবরণকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িকে । উত্তর – পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর শিলিগুড়ি । রয়েছে ইন্দো বাংলাদেশ , ইন্দো নেপালের মতো আন্তর্জাতিক সীমান্ত । শিলিগুড়ি সংলগ্ন রয়েছে ইন্দো – ভুটান সীমান্তও । এছাড়াও বাংলা বিহার , বাংলা সিকিম , বাংলা অসম আন্তঃরাজ্য সীমান্ত ।

বরাবরই দুষ্কৃতীদের টার্গেট শহর শিলিগুড়ি । অনায়াসে এই শহরে বা এই শহর থেকে অন্যত্র পাড়ি দেওয়া যায় । যে কারণে সবসময়ই পুলিশ ও প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় । আর ইংরেজি বর্ষবরণকে ঘিরে শহরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না হয় তার জন্য বাড়তি ও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনারেট ও দার্জিলিং জেলা পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version