Khabar Samay Bangla Blog ঘটনা Siliguri : জেলার স্কুলগুলিকে দেওয়া হল গ্যাস ওভেন
ঘটনা

Siliguri : জেলার স্কুলগুলিকে দেওয়া হল গ্যাস ওভেন

শিলিগুড়ি , ৩০ জানুয়ারী : জেলার স্কুল গুলিকে মিড ডে মিলের রান্না করার জন্য রাজ্য সরকারের মাতৃ ও শিশু কল্যাণ বিভাগের পক্ষ থেকে তুলে দেওয়া হল গ্যাস ওভেন । আজ শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় |

দার্জিলিং জেলার ৪০ টি স্কুলের হাতে তুলে দেওয়া হয় গ্যাস ওভেন । এ বিষয়ে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন , রাজ্য সরকারের উদ্যোগেই জেলার প্রত্যেকটি স্কুলকে মিড ডে মিলের রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে । তারই অঙ্গ হিসাবে আজ দার্জিলিং জেলার ৪০ টি স্কুলের হাতে তুলে দেওয়া হয় গ্যাস ওভেন । পরবর্তী দিনে চাহিদা অনুযায়ী অন্য স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে গ্যাস ওভেন সহ মিড ডে মিলের রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version