শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : গ্রামকে শহর তৈরি না করে শহরের জনসাধারণকে গ্রামমুখী করার লক্ষে আগামী ২৭ শে সেপ্টেম্বর থেকে ২৯ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হবে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শিলিগুড়ির মাটিগড়ায়।শহরবাসীকে গ্রামমুখী করার পাশাপাশি উত্তরবঙ্গ ও সিকিম অঞ্চলের যারা গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করে এবং বিভিন্ন গ্রামীন এন্টারপ্রাইজ নিয়ে কাজ করে তাদেরকে প্লাটফর্ম করে দিতেই এই উদ্যোগ l শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন সংস্থার কনভেনের রাজ বসু বলেন , সিকিম,ভুটান,নেপাল সহ বাংলাদেশের যে বর্তমান বাজারের সাথে পর্যটকদের মেলবন্ধন ঘটাতে এই উদ্যোগ গ্রহণ করা।এই পর্যটন মেলাতে তুলে ধরা হবে তিন দিনের এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের রূপের পাশাপাশি হস্তশিল্প।তিন দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলবে আঁকা প্রতিযোগিতা , ফ্যাশন শো ,উপজাতি নৃত্য।