আলিপুরদুয়ার , ১১ অগাস্ট : আচমকাই করোনার সংক্রমণ আরম্ভ হওয়ায় ফের দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটল প্রতিবেশী দেশ ভুটান। ভুটানের প্রধানমন্ত্রীর তরফে জারি করা এক সরকারী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে , আজ থেকে আগামী পাঁচ দিনের জন্য ভুটানে সম্পূর্ণ লকডাউন পালন করা হবে।
ফলে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁর দুটি গেট ও পাশাখা দিয়ে ভুটানগামী তিনটি পথই সিল করে দেওয়া হয়েছে।ফলে টানা পাঁচদিনের জন্য বন্ধ থাকবে সীমান্ত বানিজ্য। তবে লকডাউনের ওই পাঁচ দিনের মধ্যে ভুটানে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হলে, লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে বলে ওই সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।