- তাঁর থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা
- দুজনেই সুখে সংসার করছেন
- কিন্তু, তাঁদের বয়সের পারাক নিয়ে কাটাছেঁড়ায় বিরক্ত প্রিয়াঙ্কা
- ফের ইংরেজি সংবাদমাধ্যমে মুখ খুললেন
- প্রিয়াঙ্কা বললেন, আমাদের বেলা যত কথা, ছেলেরা বেশি বয়সে কমবয়সীকে বিয়ে করলে তো কেউ মাথা ঘামায় না
খবর সময়:
দুজনে সুখেই সংসার করছেন| নানা পার্টিতে দুজনকে প্রাণোচ্ছলই দেখা যাচ্ছে| একডন চুটিয়ে গান গাইছেন| আরেকজন ফিল্ম করছেন| তাতে কি! তাঁদের বিয়ের আগে ও পর-পরই দুজনের বয়সের ফারাক নিয়ে যে সমালোচনা হয়েছিল সেটা এখনও যে তাঁকে পীড়া দেয় তা বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া|
বৃহস্পতিবার টাইমস নাউ নিউড ডট কমের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা ক্ষুব্ধভাবে জানিয়েছেন, তাঁদের বয়সের ফারাক নিয়ে অছথা হইচই তো কম হয়নি| কিন্তু, কোনও বয়স্ক ছেলে যদি কমবয়সী কাউকে বিয়ে করে সেটা নিয়ে কারও মাথাব্যাথা হয় না বলেই প্রিয়াঙ্কা খেয়াল করেছেন|
প্রিয়াঙ্কার বয়স ৩৬ বছর| তাঁর স্বামীর নিক জোনসের বয়স ২৬ বছর| দুজনের বিয়ের পরে বয়সের ফারাক নিয়ে কম টিকা-টিপ্পনি হয়নি সোশাল মিডিয়ায়| সম্প্রতি ইন-স্টাইল-এর সঙ্গে কথাবার্তায় প্রিয়াঙ্কা সেই ক্ষোভ উগড়ে দেন|
তবে কারও নাম করেননি প্রিয়াঙ্কা| ঘটনাচক্রে, কিছুদিন আগেই বলিউডের মডেল মিলিন্দ সোমান তাঁর চেয়ে ২৬ বছরের ছোট অঙ্কিতা কুনোয়ারকে বিয়ে করেছেন|