- গুলির শব্দে আতঙ্কিত কাশ্মির
- ৫ জঙ্গি কাশ্মির সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে
- উপত্যকায় কড়া সতর্কতা জারি হয়েছে
সকাল থেকে গুলির শব্দে আতঙ্কিত কাশ্মির। ভারতীয় সেনার পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া সতর্কতা। সুত্রের খবর, পাক অধিকৃত জইশ-ই জঙ্গি সংগঠনের ৫ জঙ্গি কাশ্মির সীমান্ত দিয়ে ঢুকে পড়েছে। জানা গিয়েছে বড়সড় হামলার ছক কষেছে। এরফলেই উপত্যকায় কড়া সতর্কতা জারি হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, আবারও তারা ভারতীয় কনভয়কে নিশানা করেছে।যেকোনো মুহূর্তে বড় হামলা হতে পারে বলে খবর।এরা অত্যাধুনিক অস্ত্র চালাতে সক্ষম বলেও জানা গিয়েছে।কাশ্মিরে মোতায়েন করা হয়েছে ২৮০ টি কম্পানি নিরাপত্তা বাহিনী সূত্রে খবর।উপত্যকার বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হয়েছে জওয়ানদের। শহরে ঢোকের গুরুত্বপূর্ণ অংশে চলছে নাকা চেকিং।
বিভিন্ন বিদ্যালয়ের গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে বলেও খবর।শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত কাশ্মির। দিনের শুরুতেই জঙ্গি হানার খবর পাওয়ায় তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী ।