- একটি গাছ একটি প্রাণ
- মোট পঞ্চাশটা গাছ লাগান হয়েছে
‘একটি গাছ একটি প্রাণ’ এই দাবি নিয়ে আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ আয়জিত হল।এই উদ্যোগ ‘আমরা বেকার সংগঠন’ এর পক্ষ থেকে নেওয়া হয়েছে।এই সংগঠনের কর্মীরা সকলে মিলে মোট পঞ্চাশটা গাছ লাগিয়েছে।
উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আশিস সিংহ,সম্পাদক সজল দত্ত, আহ্বায়ক বিবর্তন সাহা, কোষাধ্যক্ষ স্বপন দাস সহ আরও অনেকে।