শিলিগুড়ি , ১৪ মার্চ : নারী সুরক্ষার কথা মাথায় রেখে এগিয়ে এল দার্জিলিং জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন। ক্রমাগত নারীদের প্রতি অত্যাচার ও অমানবিকতার ঘটনায় প্রায় প্রতিদিনই উঠে আসে সংবাদের শিরোনামে। মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে এদিন শিলিগুড়ির চম্পাসারিতে ক্যারাটে শিবিরের আয়োজন করা হয় ।
নিম্নতম পাঁচ বছর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশল শেখানো হয়। রবিবারের শিবিরে মেয়েদের পাশাপাশি পুরুষরাও উপস্থিত হন। উদ্যোক্তারা আগামীদিনে শহরে ও জেলার বিভিন্ন স্কুল ও ক্লাবের মাধ্যমে এইরকম প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে বলে ইচ্ছে প্রকাশ করে।