আলিপুরদুয়ার , ২০ অগাস্ট : রাতভর টানা বৃষ্টিতে বুড়ি তোর্সা নদীর প্রবল জলস্ফীতিতে ভেসে গিয়েছে ১৭ নম্বর জাতীয় সড়কের অস্থায়ী ডাইভারসন । ফলে জেলা শহর আলিপুরদুয়ারের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে ফালাকাটা সহ বিস্তীর্ণ এলাকার । জলের স্রোত এতটাই বেশি যে , যাববাহন তো দূরের কথা , পায়ে হেঁটেও ওই জল ডিঙিয়ে যেতে পারছেন না এলাকার সাধারণ মানুষ ।
অথচ গত ৪ বছর ধরে ওই জাতীয় সড়ককে মহাসড়কে রূপান্তরিত করতে কাজ শুরু করেছিল মহাসড়ক কর্তৃপক্ষ । অভিযোগ ধীর গতিকে কাজ চলার দরুন প্রতি বছর বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে । যদিও ওই সড়ক যন্ত্রণার কবে অবসান হবে তা নিয়ে কোনো স্পষ্ট দিশা দিতে পারেনি মহাসড়ক কর্তৃপক্ষ ।