- 2 কার্টুন নিষিদ্ধ কপশিরাপ উদ্ধার
- আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা
ভূটানে পাচারের পথে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কপশিরাপ সহ এক যুবককে গ্ৰেপ্তার করল জয়গাঁ থানার পুলিশ।গোপন সুত্রে খবর গতকাল রাতে জয়গাঁ ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ এবং এলাকার বাসিন্দা যুবক বাপ্পা ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে 2 কার্টুন নিষিদ্ধ কপশিরাপ উদ্ধার হয় এবং বাপ্পা ইসলামকে গ্ৰেপ্তার করা হয়েছে সূত্রে খবর।
যে পরিমাণ কপশিরাপ উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা।অভিযুক্তকে আজ কোর্টে তোলা হবে।