জলপাইগুড়ি : দেবতা জ্ঞানে নিজের পিতা মাতাকে পূজো দিল খুদেরা।এমনিই চিত্র দেখা গেল জলপাইগুড়ি মাসকলাইবাড়ি এলাকার সারদা শিশুতীর্থ স্কুলে।সামাজিক অবক্ষয় রুখতে স্কুলের অভিনব উদ্যোগকে সাধূবাদ জানিয়েছে অভিভাবক-অভিভাবিকারা।
শনিবার সকালটা জলপাইগুড়িতে ছিল একটু অন্যরকম।এদিন সকাল থেকে জলপাইগুড়ির মাসকলাইবাড়ি এলাকায় একটি ক্লাবের মাঠে স্কুল পোশাকে হাজির হয় জলপাইগুড়ি সারদা শিশুতীর্থ স্কুলের কচিকাচারা।তাদের সাথে উপস্থিত ছিল তাদের অভিভাবকগণ।নির্দিষ্ট সময়ে ক্লাবের মাঠে রাখা চেয়ার গ্রহণ করেন বাবা-মায়েরা।এরপর তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পূজো করে তাদের সন্তানেরা।পূজো শেষে প্রথমে বাচ্চারা তাদের পিতা মাতাকে মিষ্টি মুখ করায়।এরপর তারা তাদের সন্তানকে পরম আদরে মিষ্টি খাইয়ে দেয়। অনুষ্ঠান শেষে মাঠে বসে প্রসাদ খায় পড়ুয়ারা।এদিন জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া সারদা শিশুতীর্থ স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ৩০ জন পড়ুয়া ও তাদের অভিভাবক অভিভাবিকারা উপস্থিত ছিলেন বলে স্কুল সূত্রে জানা গেছে।