- ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের নিবাস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বসবাস ল্যারির
- ল্যারি হল একটি বেড়াল
- সম্প্রতি ডাউনিং স্ট্রিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলে তাঁর গাড়ির নীচে বসে ঝিমোতে দেখা যায় ল্যারিকে
- এএফপির তোলা সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়
খবর সময়:
বেড়াল নিয়ে কত কাণ্ডই না ঘটে!
এবার বিলেতের বেড়াল শিরোনামে চলে এসেছে| কারণ, ল্যারি নামের বেড়ালটি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ির নীচে বসে আয়েশ করছিল বলে দেখা গিয়েছে| দুনিয়ার সবচেয়ে বেশি নিরাপত্তার ঘেরাটোপে থাকেন যিনি, সেই ডোনাল্ড ট্রাম্পের লিমুজিনও নিশ্ছিদ্র লৌহবলয়ে থাকে| অথচ, সে সবের তোয়াক্কা করেনি ল্যারি|
গত সোমবার ট্রাম্প ব্রিটেনে গিয়েছিলেন| তিন দিনের সফরের দ্বিতীয় দিনে গিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবনে| তাঁর লিমুজিন দাঁড়িয়েছিল বাসভবনের চত্বরে| সে সময়ে ল্যারি গিয়ে লিমুজিনের তলায় বসে ঝিমোতে শুরু করে|
সেই মুহূর্তকে যা কি না নজরে পড়ে যায় এক ফটোগ্রাফারের| ব্যস! সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল| তা নিয়ে টিকা-টিপ্পনি কম জমা পড়েনি সোশাল মিডিয়ায়|
কিন্তু, ল্যারিকে কিছু বলার সাধ্য কারও নেই| সে আছে নিজের মেজাজেই| যে যাই বলুক না কেন, ‘মিঁয়াও’ ছাড়া বাড়তি কোনও কথাই সে বলতে যেন রাজি নয়!!