- মাদক বিক্রি করতে এসে ধরা পড়লো দুই যুবক
- চলল গন ধোলাই
- পুলিশ ধরে নিয়ে যায় ওই দুই যুবককে
মালদা, ২৫ জুলাই : বেআইনি মাদক বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়লো দুই যুবক।চলল গন ধোলাই।পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় এবং ধরে নিয়ে যায় ওই দুই যুবককে।ইংরেজবাজার শহরের ১৭ নং ওয়ার্ডের মহেশমাটিতে বৃহস্পতিবার সাড়ে ১১ টা নাগাদ ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে,”ধৃত দুই যুবকের নাম উত্তম হরিজন (২৩), রতন কুমার (২৩)।এদের বাড়ি ঝলঝলিয়া কলাপাড়ায়।ধৃতদের কাছ থেকে ২০ টি মাদকের পুরিয়া পাওয়া গেছে।যা ২০০০ টাকা করে বিক্রি হয়।”