শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ , বিধায়ক বিশ্বজিৎ দাস ,সাংসদ অর্জুন সিংহের উপর হামলা চালানোর প্রতিবাদে বিক্ষোভ বিজেপির।সোমবার রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শিলিগুড়িতে ডিসিপির অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।বিজেপির সাংসদ ও নেতৃত্বের উপর হামলার প্রতিবাদে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিজেপির শ্রমিক সংগঠন এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক সংগঠনের জাতীয় সভাপতি মন্মথ বিশ্বাস।মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। মন্মথ বিশ্বাস বলেন , সাংসদ ও নেতৃত্বের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবেন তাঁরা।