মালদা , ২১ ডিসেম্বর : মোটরবাইকের সঙ্গে মোট ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল মোটরবাইক আরোহীর। গুরুতর জখম হয়েছেন মোটরচালক ও তাঁর স্ত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুরের কাতলাপুরে। মৃত মোটরবাইক আরোহীর নাম কাজল শেখ। গুরুতর আহত অবস্থায় মোটর ভ্যান চালক ও তাঁর স্ত্রীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন।