কালচিনি , ২০ জুন : কালচিনি থেকে সেন্ট্রাল ডুয়ার্স এর যোগাযোগ বিচ্ছিন্ন । রাধারাণী এলাকায় পানা সেতু উপর দিয়ে পানা নদীর জল প্রবাহিত হচ্ছে । পানা সেতু সংযোগকারী সড়ক পানা নদীর জলের স্রোতে ভেঙ্গে গিয়েছে ।
যোগাযোগ বিচ্ছিন্ন পানা নদীর দুই ধারে দাঁড়িয়ে আছে বহু মানুষ । অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে পানা নদী পারাপার হচ্ছে । গত শনিবার থেকে এই অবস্থা পানা সেতু এলাকায় ।
এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান প্রতি বছর বর্ষায় এই দুর্ভোগ পোহাতে হয় এলাকার বাসিন্দাদের ।