খবর সময়:
হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েদের দেখেই গাড়ি থামিয়ে এক ক্যানসার আক্রান্ত পড়ুয়ার জন্য ২০ লক্ষ টাকা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি| বুধবারের ওই ঘটনার কথা গোটা দেশেই ছড়িয়ে পড়েছে| দি নিউজ মিনিট ডট কমে সেই দৃশ্যের ভিডিওর স্ক্রিনশটও পোস্ট করা হয়েছে|
সংবাদ সূত্র অনুযায়ী, সাহায্যপ্রাপ্তের নাম নীরজ| সে ইন্টারমিডিয়েট পড়ছে| তার রক্তে ক্যানসার ধরা পড়েছে| সে হায়দরাবাদেই একটি হাসপাতালে ভর্তি| তার সেখানে বিল হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা| কিন্তু, পরিবারের পক্ষে সেই টাকা দেওয়া সম্ভব নয়|
সে জন্য পড়ুয়ার বন্ধুরা প্ল্যাকার্ড নিয়ে বিমানবন্দরের রাস্তায় দাঁড়িয়ে ছিল| কারণ, তারা জানত, ওই পথেই যাবেন সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী| ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী গাড়ির মধ্যে থেকেই খেয়াল করেন, একদল পড়ুযা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে| তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থামানোর নির্দেশ দেন|
তার পরে সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলে নীরজের বিষয়টি জানতে পারেন| সব শুনে এলাকার জেলাশাসককে ডেকে সরকারি সাহায্যের ব্যবস্থার নির্দেশ দেন| এর পরেই সরকারি তরফে ২০ লক্ষ টাকা বরাদ্দ হয় নীরজের জন্য|