শিলিগুড়ি , ২ অক্টোবর : গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা ৪ । যার মধ্যে জ্বর সর্দি কাশি জনিত মৃত্যু ১ ।
শিশু মৃত্যুর বাড়তি সংখ্যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলের । তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন , প্রত্যেক বছর এই সময়টা শিশুরা নানা ধরনের রোগে আক্রান্ত হয় এবং সাধারণত মৃত্যুর হার এমনই থাকে । পাশাপাশি তিনি এও জানিয়েছেন গত ২৪ ঘন্টায় জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া ২০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি গেছে । বারবার যে বলা হচ্ছে একদিনে শিশু মৃত্যুর সংখ্যা ৫ থেকে ৬ তা কিন্তু সঠিক নয়। যেমন গত ২৪ ঘন্টায় মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে । তবে তার মধ্যে মাত্র ১ জন শিশুর জ্বর সর্দি কাশি জনিত রোগে মৃত্যু হয়েছে । যে সমস্ত শিশুর মৃত্যু হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে জন্মগত অপুষ্টিজনিত রোগ , অনেক ক্ষেত্রে রেফার করতে দেরি হচ্ছে , অনেক ক্ষেত্রে শিশুদের লিভার ও হার্ট জনিত সমস্যার জন্য মৃত্যু হচ্ছে শিশুদের ।
তবে সেই মৃত্যুর হারও বর্তমানে অনেকটাই কমেছে । ডক্টর সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন গত ৭ দিনে জ্বর সর্দি কাশি নিয়ে মাত্র ৬ জন শিশু ভর্তি হয়েছে । সাধারণ মানুষ এবং বিশেষ করে শিশুদের অভিভাবকরা যদি সর্তকতা অবলম্বন করে তাহলে এই সংখ্যা কিছুদিনের মধ্যেই শূন্য তে ঠেকবে । তবে তার জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা । পাশাপাশি শিশুদের কথা মাথায় রেখে রাজ্য সরকার নিয়েছে বিভিন্ন উদ্যোগ । পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফ থেকেও শিশুদের বেড বাড়ানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে ।