জলপাইগুড়ি, ১৮ জানুয়ারী: জলপাইগুড়ি-হলদিবাড়ি বাস যাত্রীদের করোনার সচেতন বাড়াতে বিতরণ করা হল মাস্ক। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয় আজ। মঙ্গলবার বাস যাত্রীদের কাছে গিয়ে করোনা নিয়ে সচেতনতা বার্তা দেওয়া শুরু করল জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার। জলপাইগুড়ি শহরের বউ বাজার এলাকায় তিনি ম্যাজিক গাড়ি থেকে শুরু করে মিনিবাসের বাসের যাত্রীদের মাস্ক পড়ার অনুরোধ করেন। পাশাপাশি যাদের কাছে মাস্ক ছিল না, তাদের বিতরণ করেন মাস্ক। এই কাজে পুলিশকর্মীরা তাকে বিশেষভাবে সাহায্য করেন। আজ জলপাইগুড়ি হলদিবাড়ী ,কালোবাড়ী ,মন্ডলঘাট ,ইত্যাদি গাড়ির যাত্রী ও চালকদের এই সচেতন করা হয়।