এনজেপি থানার পুলিশ নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে ১৬ ডিসেম্বর ফুলবাড়ি সংলগ্ন চ্যাংড়াবান্ধা এলাকায় অভিযুক্ত ধারুন রায় প্রতিবেশি ১০ বছরের ওই নাবালিকাকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকার পরিবার দ্বারা গৎ বৃহস্পতিবার এনজেপি থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।