জলপাইগুড়ি , ২২ জুলাই : জলপাইগুড়ি শহরের ২ নং ওয়ার্ডে DYFI জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে স্যানিটাইজেশনের কর্মসূচি শুরু হল বুধবার। এই কর্মসূচি আগামী ৪দিন ধরে এলাকায় চলবে বলে সদস্যরা জানায়। COVID-19 পরিস্থিতিতে শহরের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুরক্ষার স্বার্থে এই কাজ করা হবে বলে জানিয়েছেন DYFI এর জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক সাম্য সরকার।
তিনি আরো জানান শহরের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে, পুর প্রশাসন বোর্ড তার কাজ করছে না। এমতাবস্থায় আমরা পথে নামতে বাধ্য হয়েছি। এদিন এলাকার ১০০ পরিবারের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা দীপশুভ্র সান্যাল,বেদব্রত ঘোষ, প্রাক্তন যুব নেত্রী ও এলাকার প্রাক্তন কাউন্সিলার দূর্বা ব্যানার্জী , রোহিত রাউত প্রমুখ ।