- আমেরিকার ফ্যাশন ম্যাগাজিনের জুলাই সংখ্যার প্রচ্ছদে ছবিটি ছাপা হয়েছে
- ছবিতে প্রিয়াঙ্কার গোটা পিঠ দেখা যাচ্ছে
- সাধারণত, শাড়ির সঙ্গে ব্লাউজ পরাই প্রথা থাকলেও তা নেই
খবর সময়:
ফের খোলামেলা পোশাক পরা নিয়ে বিতর্কে মুম্বইয়ের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া| আমেরিকার ফ্যাশন ম্যাগাজিন ইন স্টাইলে ছবিটি প্রকাশিত হয়েছে| তা নিয়েই শোরগোল তুলেছেন অনেকে| যদিও বিতর্কে প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার তরুণ নিহালিনি| তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শাড়ি গোটা বিশ্বেই ভারতীয় ঐতিহ্যের পরিচয় দেয় এবং পিগি তার ধারাবাহিকতা বজায় রেখেছেন|
তবে প্রিয়াঙ্কা চোপড়া জোনস অবশ্য এ সব সমালোচনা গায়ে মাখেননি| তিনি ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন, ভারতীয় ঐতিহ্য মেনে শাড়ি পরতে তাঁর গর্ব হয়| সেই ঐতিহ্য বিশ্বের দরবারে তুলে ধরতে পেরে তিনি গর্বিত|
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা অবশ্য হচ্ছে| দ্য কুইন্ট ডট কমের খবর অনুযায়ী, ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ব্লাউজ ছাড়া শাড়ি পরাটা চূড়ান্ত অশোভন| কারও সমালোচনা অনুযায়ী, এটা খুবই লজ্জ্বার! কেউ লিখেছেন, ব্লাউজ ছাড়া শাড়ি কখনও সম্পূর্ণ পোশাক হতে পারে না| যদিও ডিজাইনার তরুণ নিহালিনি দাবি করেছেন, এতে অশোভন কিছু হয়নি| তাঁর মতে, প্রিয়াঙ্কা একজন সত্যিকারের আধুনিক ভারতীয় আইকন|