আলিপুরদুয়ার, ২৬ নভেম্বর : শুক্রবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে তাসাটি চা বাগানে অনুষ্ঠিত হল পুলিশ সচেতনতা শিবির। সমীক্ষায় লক্ষ্য করা গিয়েছে যে, জেলার চা বাগান এলাকাগুলিতে মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে মাঝেমধ্যেই নারী ও শিশু পাচার, ড্রাগ ও মদের নেশা ছড়ানো, গনপিটুনি ইত্যাদিতে মদত দিতে অত্যন্ত সক্রিয় হয়েছে কিছু চক্র। সামাজিক ওই ধরনের ব্যাধিগুলি দূর করতে জেলা পুলিশের তরফ থেকে সচেতনতা অভিযান জোরদার করার লক্ষ্যে আলিপুরদুয়ার জেলার তাসাটি চা বাগান থেকে শুরু করা হল স্পেশাল ড্রাইভ প্রকল্প। ধীরে ধীরে জেলার ৬৬টি চা বাগান ও বনবস্তি গুলিতেও একই ধরনের সচেতনতা অভিযান চালাবে জেলা পুলিশ। শুক্রবার ওই শিবির থেকে চা শ্রমিকদের হাতে সহায়তাও তুলে দেওয়া হয়। লক্ষ্য একটাই, পুলিশ ও চা শ্রমিকদের মধ্যে সম্পর্ক মসৃণ করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, শীর্ষ পুলিশ আধিকারিকসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা।