- বিজ্ঞানকে বাঁচাতে এক কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ির ইন্ডিয়া মার্চ ফর সাইন্স নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা
- একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে
শিলিগুড়িঃমানবজাতির ভবিষ্যতের স্বার্থে বিজ্ঞানকে বাঁচাতে এক কর্মসূচির আয়োজন করল শিলিগুড়ির ইন্ডিয়া মার্চ ফর সাইন্স নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা।শনিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার পক্ষ থেকে জানান হয়,বিজ্ঞান গবেষণার স্বার্থে নয় বরং মানব জাতির ভবিষ্যৎ এর স্বার্থে বিজ্ঞানকে বাঁচাতে এই কর্মসূচির আয়োজন করেছে।বিজ্ঞান আন্দোলনের প্রতিবাদের ভাষাকে আরোও জোরালো করতে অঞ্চলের সমস্ত বিজ্ঞানী,বিজ্ঞান গবেষক,বিজ্ঞানকর্মী, শিক্ষক-শিক্ষিকা,ছাত্রযুব তথা সমাজের সর্বস্তরের বিজ্ঞান ও সমাজকে নিয়ে সচেতন করতে একটি পদযাত্রার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন।আগামী ৯ই আগষ্ট শহরবাসীকে সচেতন করতে এক পদযাত্রা আয়োজন করা হয়েছে।এই পদযাত্রাটি বাঘাযতিন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ি পথ পরিক্রমা করে জংশনে গিয়ে শেষ হবে।