জলপাইগুড়ি , ২ ফেব্রুয়ারী : DYFI জলপাইগুড়ি সদর পশ্চিম লোকালের উদ্যোগে ১১ ফেব্রুয়ারী নবান্ন অভিযান এর সমর্থনে অর্থ সংগ্রহ চলছে জলপাইগুড়ি তালমা হাটে ।
আগামী ১১ ফেব্রুয়ারী বাম যুব সংগঠনের নেতৃত্বে নবান্ন অভিযান কর্মসূচি পালন করা হবে । গত ১০ বছর ধরে রাজ্যজুড়ে বেকার যুবকদের প্রতারনার জাল ছিন্ন করতে শাসক দল তৃণমূলের দুর্নীতি গ্রস্ত নেতাদের দলবদলের রাজনীতিকে কাজে লাগিয়ে রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মাটি শক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে
তাদের এই অভিযান বলে দলীয় সূত্রে জানান হয়েছে ।
নবান্ন অভিযানের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI জেলা নেতৃত্ব শুভেন্দু সাহা ,সুরজ দাশ , ফিরোজ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ ।